This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, October 20, 2014

জিপিতে সারাদিন ২৪ঘণ্টা নন-স্টপ ফ্রী ফেসবুক! আগেরটা বন্ধ! নতুন নিয়ম!

স্বার্থ! ব্যবসায় স্বার্থ হল মেইন জিনিস। স্বার্থ ত্যাগ করলে, ব্যবসায় মার নিশ্চিত। গ্রামীণফোনও শেষ মেশ সেই কেরামতিও দেখাল। আসলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কত কিনা ছলনা করতে হয়। আজকে আমরা অনেক আগেই আপনাদের কাছে ফেসবুক বন্ধের ব্রেকিং নিউজ দিয়েছি। :)
এই নোটিশ ১ সপ্তাহ আগেই জানা গিয়েছিল। কিন্তু অফিশিয়াল ঘোষণা না আসায়, আমরা কোথাও ছাপাতে পারি নাই। আজকে সকালে ঘোষণা দেয় তাদের অফিশিয়াল সাইট থেকে।  আমরা আগেই বুঝতে পেরেছিলাম, সারা জীবনতো আর ফেসবুক ফ্রী দেবে না... অবশ্যই ডাল মে কুছ কালা হেয়! :P সেই কালা ধরা পড়লো একমাস পর! সেই ১৫ সেপ্টেম্বর চালু করছিল, আজ ১৫ অক্টোবর তা বন্ধ হয়ে গেল। আসলে এই এক মাস ফ্রী দেওয়ার পিছনে ছিল তাদের মহৎ এক উদ্দেশ্য! সেই একই উদ্দেশ্য যখন বাংলালিংক ১০ দিন আগে চালু করেছিল, তখন সবাই গর্বের সাথে বলেছিল- এর চেয়ে গ্রামীণফোনের ফ্রী ফেসবুক উত্তম! তারা না কি নিঃস্বার্থ ভালবাসা প্রদান করে! :P
যাই হোক, এখন আলোচনা করবো তাদের সেই মহৎ উদ্দেশ্য ও নিঃস্বার্থ ভালবাসার আদি-অন্ত নিয়ে। চলুন আজকের বিস্তারিত জেনে আসি। আশা করি কষ্ট লাঘব হবে। :(

 ফ্রী ফেসবুক পেতে বিস্তারিতঃ

উপরের ইয়া বড় নোটিশ হতে বুঝতেই পারছেন, তাদের আসল মতলব। আমাদের কি করা! তাদের পাঁচ কোটি গ্রাহক হইছে। তাই তাদের সুখের দিনে সাধারণ মানুষকে একটু শক দিলো আর কি! এখন আসেন, জেনে নিন কিভাবে সারাদিন ফেসবুকের মজা লুটবেন। এখানে তারা দুটা রাস্তা খোলা ছেড়ে দিয়েছে। আমরা দুটা রাস্তা বর্ণনা করলাম।

৯এমবি প্যাকে সারাদিন ২৪ঘণ্টা ফেসবুক!

  • এই প্যাক কিনলে আপনি ফ্রী নন-স্টপ ফেসবুক ইউস করতে পারবেন।
  • প্যাকেজ ফ্রী ফেসবুকের সাথে ৯ এমবি ফ্রী পাবেন।
  • প্যাকেজের মেয়াদ মোট ৩ দিন।
  • যত দিন মেয়াদ থাকবে, তত দিন মাগনা ফেসবুক ইউস করতে পারবেন।
  • প্যাকেজ অ্যাক্টিভ করতে ডায়াল করুন, *500*10#
  • ৩জি প্যাকটির স্পীড ৫১২ কেবিপিএস হতে ১এমবিপিএস।
  • ১৫% ভ্যাট প্রযোজ্য! FUP প্রযোজ্য! তবে কত? জানা নেই।

১৫ টাকার ইন্টারনেট স্ক্রাচ কার্ডে সারাদিন ২৪ঘণ্টা ফেসবুক!

  • এই প্যাক হল, ইন্টারনেট স্ক্রাচ কার্ড ভিত্তিক, যাতে নন-স্টপ ফ্রী ফেসবুক।
  • দোকান থেকে ১৫ টাকা দিয়ে কিনে, ঘসে অ্যাক্টিভ করুন।
  • ফ্রী ফেসবুকের পাশাপাশি ১৫ এমবি ফ্রী ইন্টারনেট পাবেন।
  • ৩জি প্যাকটির স্পীড ৫১২ কেবিপিএস হতে ১এমবিপিএস।
  • এটির মেয়াদ মোটে ৩ দিন। FUP প্রযোজ্য! তবে কত? জানা নেই।
  • যত দিন স্ক্রাচ ঘসবেন আর মেয়াদ থাকবে তত দিন ফ্রী ফেসবুক।

আমাদের নিষ্প্রয়োজন মন্তব্য!

আজকে তারা ঘোষণা করছে, গ্রামীণফোনের এখন ৫ কোটি গ্রাহক। এইজন্য ১ম গ্রাহক ও ৫কোটিতম গ্রাহককে পুরস্কৃত করেছে তারা, আর বাকি জনগণদের চুপিসারে শক দিছে! :(

Sunday, October 19, 2014

জিপিতে ১৮ টাকায় ১৯ এমবি ৩জি ডাটা +১ মাস ফ্রি ফেসবুক+৩জি ফ্রি নেট(১০০MB লিমিট)ও ২জি আনলিমিটেড ফ্রি নেট

আসলামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।জীবনে কোন দিন কোন সাইডে টিউন করি নি এটি আমার জীবনে প্রথম টিউন তাও আবার টিটিতে তাই ভুল হলে ছোট ভাইকে নতুন হিসেবে ক্ষমা করবেন এই আশা রেখে আজকের টিউন শুরু করছি....।
যখন প্রিয় টিটি নিয়ে এত কথা হচ্ছে ও জিপির বা ফেসবুকে হারামি ফোন নামে পরিচিত সিমের জটিল প্যাচ লাগানো নেট আপারেটরিং সিস্টেম তখন হাজার হাজার নেট পাগলদের জন্য কিছু না লিখে পারলাম না। আনেক দিন আপেক্ষা করেছিলাম টিউনা হতে তাই নতুন কিছু দিতে চেয়েছিলাম তাই হয়তো টিউনার হবার আনেক পরে টিউন করছি।
কাজে আসা যাক, প্রথমে *500*0# ডায়েল করুন ৩ টি SMS আসবে।তারপর *111*6*1*1*1*1# ডায়েল করুন ৩ জি 4 MB এর click প্যকেজটি এক্টিভ হবে(৩টাকা)।তারপর ১৫MB এর ক্রাস কার্ড কিনুন ১৫টাকা এবার ক্রাস কার্ডটি রিচার্জ করুন কিভাবে করবেন ক্রাস কার্ডের গায়ে লেখা আছে।এখন SMS আসবে ১৫ এমবি পেয়ে যাবেন। তবে মাজার ব্যাপার ১ মাস মেয়াদ হয়েগেছে যদিও বা ৩ দিন মূল মেয়াদ ছিল। *500*10# ডায়েল করে দেখে দিন।
এখন আপনি FUP প্যকেজ এ আছেন।এবং যার মেয়াদ ১ মাস।অতএব,আপনি ১ মাস ফ্রি ফেসবুক ব্যাবহার করতে পাবেন।
আর আপনি ৩+১৫=১৮ টাকায় ১৯ এমবি পাচ্ছে নি।।
এখন ফেসবুক ফ্রি মানে ফেসবুক সার্ভারটি ফ্রি ইউজ করতে পারবেন।তাই ফেসবুক ফ্রি সাভার টি ব্যাবহার করে ফ্রি নেট ইউজ করতে পারেন ২৪ ঘন্টা।কি ভাবে ইউজ করবেন তার জন্য এ টিউনটি দেখন: http://www.techtunes.com.bd/internet/tune-id/314478
নাচা নাচি শুরু করে দিয়েছেন মনে হয় একটু থামেন। তবে ৩ জি গতিতে চলবে ১ ০০ এমবি। তারপর মেসেজ আসবে আপনি ৩ জি তে নন বরং ২ জিতে তারপর ২ জি গতিতে চলবে আনলিমিটেড।ব্রাউজ স্পীড মন্দ না ২ জি হলেও।
আর ২ জি ইজার রা তো সর্বদা ২ জি গতি পাবেনই। সতরাং শুরু করে দিন।আবারো গ্রামীণফোনেরর সাথে থাকুন।
সবাইকে ধন্যবাদ।
ফেসবুকে আমি

রবি দিয়ে আপনার android মোবাইলের all apps ফ্রিতেই চলান [update ২০১৪-১০-১১ ]

আস্সালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আজ আপনাদের সাথে শেয়ার করবো কি করে রবি সিম দিয়ে এন্ড়্রোয়েড এ সকল সফটওয্যার ফ্রি চালানো যায় ।
অনেকেই মনে করতে পারেন এইটা আগের পোস্ট । হা এইটা আগের পোস্ট কিন্তু সফ্ট্যয়ার টা update করা...
আগের টা থেকে এটায় ভাল স্পিড পাবেন।
প্রথমে একটা কন্ফিগারেশন তৈরি করুন ।
Name:itpagla
APN: internet
proxy: কিছু লাগবেনা
port: কিছু লাগবেনা
এবার *8444*00# ডায়াল করে 100MB Facebook
Pack কিনুন । এ
বার নিচের থেকে Apps টা ডাউনলোড করুন । ডাউনলোড শেষ হলে ইন্সটল করে ওপেন করুন। Tunnel Whole Device এ ক্লিক করুন। I truste this application এ টিক দিয়ে অকে করুন। Psiphon server কানেক্টিং হবে এবার কিছু সময় অপেক্ষা করুন সার্ভার কানেক্টেড হবে। P আইকনটা লাল থেকে নীল হয়ে যাবে । ব্যাস এবার এটা মিনিমাইজ করে সকল সফটওয়্যার ফ্রি চালান । এ ক্ষেত্রে 100MB খরচ হয়ে গেলে ওই দিন আর চালাতে পারবেন না । তখন প্যাকেজ কেটে দিয়ে আবার প্যাকেজ কিনবেন ।
কেও ট্রাইনা করে বাজে মন্তব্য করবেন্না..

সামনে বিসিএস চলেন অনলাইনে প্রস্তুতিটা সেরে নেই

আগামী ২৪ তারিখ এ ৩৪তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার কোন প্রস্তুতি নাই, কি করি বই খুলে পড়তে লাগে না ভালো। কিন্তু পরীক্ষাটা দেয়া দরকার, সারাদিন পরে খাকি অনলাইনে, তো সেদিন মনে হল যদি এই অনলাইনে পরীক্ষার প্রস্তুতিটা সেরে নিতে পারতাম তাহলে মন্দ হত না।
গুগুল মামার মাধ্যমে কিছুক্ষণ ভালো খোজাখুজি করলাম কিন্তু তেমন কোন সাইট চোখে পড়ল না যেটার মাধ্যমে একটা প্রস্তুতিটা সেরে নিতে পারব,যেই দুই একটা পাইলাম তেমন মনে ধরল না একটাও।
হতাশ হলাম, তখন মনে হল কেমন হয় যদি শুধু চাকুরীর প্রস্তুতি নেওয়ার জন্য একটা ওয়েবসাইট বানালে? যেখানে অনুশীলন ও পাশাপাশি মডেল টেস্ট ও দেয়া যাবে। কয়েকটা বন্ধুর সাথে আইডিয়া শেয়ার করলাম তার সবারই আমার মত অবস্থা, সবাই বলল যে তারা পাশে আছে।
মনে অনেক উৎসাহ নিয়ে কাজ শুরু করলাম ২ দিনেই দাড় করিয়ে ফেললাম একটা সাইট তারপর একটা ডোমেইন ও হোস্টিং কিনে সাইটটা অনলাইনে চালালাম ভালোই কাজ হল তারপর বন্ধুদেন দিলাম প্রশ্ন যোগ করা আর মডেল টেস্ট তৈরী করার কাজ তারাও চরম উৎসাহে কাজ শুরু করে ৫ দিনেই প্রায় ৮ টা মডেল টেস্ট ও ১০০০ এর উপরে প্রশ্ন যোগ করে ফেলল অনুশীলন করার জন্য( যেটা এখনও চলছে, আশা করি চলতেই থাকবে)
তো এখন সময় মডেল টেস্ট দিয়ে নিজেকে প্রস্তুত করা, ভাবলাম শুধু আমরা কেনো আপনারাও আমাদের সাথে যোগ দিন মডেল টেস্ট দিন, বিভাগ অনুযায়ী অনশীলন করুন আর নিজেকে চাকুরীর পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলুন তাও আবার অনলাইনে বসেই। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।
সবাইকে আমন্ত্রন জানাই http://www.jobtestbd.com
মোবাইল বা ট্যাবলেট থেকেও সুন্দরভাবে মডেল টেস্ট , বিভাগ অনুযায়ী অনশীলন করা যাবে।

এস.এস.সি. পরীক্ষা: অনলাইনে ফ্রি মডেল টেস্ট

সুপ্রিয় এস.এস.সি. পরীক্ষার্থী ও ক্লাস নাইনের শিক্ষার্থীরা অনলাইন ঢাকা গাইডে যাও, ফ্রি অনলাইনে নৈর্ব্যক্তিক মডেল পরীক্ষা দাও। প্রতিটি বিষয়ে যত ইচ্ছা মডেল প্রশ্নপত্রে অনলাইনে পরীক্ষা দাও। আবার চাইলে যত ইচ্ছে মডেল প্রশ্ন প্রিন্ট আউটও করতে পারবে।
এখানে প্রত্যেক বিষয়ে রয়েছে তিনশতেরও বেশী মডেল টেস্ট। এমনকি পছন্দের চ্যাপ্টারগুলোতে পরীক্ষা দিতে পারো। কোন রেজিষ্ট্রেশন নেই, কোন ঝামেলা নেই, চটপট শুরু কর ‘ফ্রি অনলাইন মডেল টেস্ট’।
পরীক্ষার ফলাফলের রেকর্ড:
যত ইচ্ছা পরীক্ষা দাও। তোমার দেয়া পরীক্ষাগুলোর ফলাফল জমা থাকবে এখানে। চাইলে তুমি দেখতে পারবে পুরনো পরীক্ষাগুলোর কোথায় ভুল হয়েছে। শুধু রেজিষ্ট্রেশন করে নিও যাতে আমরা তোমার নামে পুরনো রেকর্ডগুলো রাখতে পারি।
নবম শ্রেণির পরীক্ষার্থী:
যে সমস্ত অধ্যায় পড়া হয়ে গেছে শুধু সেগুলোর উপরও চাইলে পরীক্ষা দিতে পারবে এখানে। প্রথম কয়েকটি অধ্যায় বা মাঝ থেকে যে কোন অধ্যায় নির্বাচন করে পরীক্ষা দিতে পারবে এখানে।
আপনাদের যাদের ছোট ভাই-বোন, ছেলে-মেয়ে কিংবা আত্মীয়-স্বজন রয়েছে, যারা ক্লাশ নাইন বা টেটে পড়ে তাদেরকে ঢাকা গাইডে অনলাইনে ফ্রি মডেল টেস্ট দেবার তথ্যটি জানিয়ে দিন। আশা করি আমাদের এই উদ্যোগ নাইন/টেন ক্লাসের পরীক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে যথেষ্ট সহায়ক হবে।

এক ক্লিকে আপনার কম্পিউটার বন্ধ করুন।

আমরা সাধারনত অনেক জায়গাতে ক্লিক করার মাধ্যমে কম্পিউটার বন্ধ করি। আমি আপনাদের শেখাব কিভাবে এক ক্লিকে আপনার কম্পিউটার বন্ধ করবেন।
প্রথমতঃ notepad open করুন, সেখানে shutdown –s -t 30 এটা লিখুন। এখানে 30 এর জায়গায় যেকোনো সংখ্যা দিতে পারেন। এবার ctrl+s দিন এবং Shutdown.Bat নামে save করুন।আপনার desktop এ একটি shortcut file তৈরি হবে। সেখানে ক্লিক করলেই আপনার কম্পিউটার কয়েক সেকেন্ডের মধ্যেই বন্ধ হবে। আজ এ পর্যন্তই ভাল থাকবেন সবাই।
ফেসবুকে আমি
আমার ফেসবুক পেজে একটু ঘুরে আসুন। ভাল লাগলে লাইক দিতে ভুলবেন না।

নিজেই বানিয়ে ফেলুন আপনার Computer এর Control Panel!!!

আবারও অনেক দিন পর একটা Tune করছি। আশা করি সবাই ভাল আছেন।
আমার আজকের টিউন টা Computer বিষয়ে। Computer এ প্রায় সময়ই যেকোনো Setting Change করতে হয়। অনেক সময় হারিয়েও ফেলি যে কোন Setting কোন জায়গায় আছে!কেমন হয় যদি Computer এর সকল Setting এক Folder এ পেয়ে যায়। সেটা কম খারাপ হবে না হয়তো :lol: হ্যাঁ আজ আমি সেটাই দেখাবো। এখানে আপনি আপনার Computer এর সমস্ত Setting একসাথে পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে পদ্ধতি টা দেখে নিন.....................একেবারে Simple একটা কাজ। প্রথমে Desktop এ একটা Folder তৈরি করুন। এবার সেটা Rename করে

Settings.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

এটা হুবহু Copy করে বসিয়ে দিয়ে Enter চাপুন।এবার দেখুন Settings নামে একটা ফোল্ডার হয়েছে Control panel এর Icon দিয়ে।এবার এটা ওপেন করে দেখেন আপনি কি করলেন আর কি হল!!!!

Settings.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

বিঃদ্রঃ-উপরের লেখা টুকু সব  copy করতে হবে!!!!
Facebook এ আমি

Saturday, October 11, 2014

কিভাবে বুঝবেন আপনার Samsung মোবাইলটি Original কিনা

কেমন আছেন সবাই ? ভালো তো ? আমি সবসময় চেষ্টা করি আপনাদের সবচেয়ে ভালো পোস্ট উপহার দিতে।
আজকের পোষ্টটা আশা করি আপনাদের অনেক কাজে দিবে। তা হল আমরা অনেক সময় বুঝিনা এই যে Samsung মোবাইলটি কিনছি তা Original কিনা। আমাদের দেশে বেশির ভাগ মানুষই Samsung ব্র্যান্ড Use করে।
আর তাই এই টিউন।
যেভাবে বুঝবেন আপনার মোবাইলটা Original
১. প্রথমে আপনি আপনার ফোনে   *#0*# এই নাম্বার দিয়ে ডায়াল করুন।
২. তারপর আপনার ফোনে এই ধরনের একটা স্ক্রিন আসবে।

৩. এখন আপনি প্রত্যেক Option ক্লিক করে Test করে দেখতে পারেন। যদি প্রতিটি Option ঠিকমত কাজ করে তাহলে বুঝবেন আপনার মোবাইল Original.
এখানে সবচেয়ে বড় বিষয় হল এই যে যদি আপনি Sensor এ ক্লিক করেন তাহলে একটা স্ক্রিন আসবে  আর তার উপর হাত রাখলে আপনার মোবাইলের স্ক্রিন সবুজ হয়ে যাবে আর ভাইব্রেট করা শুরু করবে। তাহলে বুঝবেন আপনার মোবাইলটি Original ।
আমার একটি ব্লগ আছে । যদি আপনার একটু সময় হয় তাহলে ঘুরে আসতে পারেন।
আর এই ধরনের আরও আপডেট পেতে আমাদের সাথে ফেসবুকে থাকুন ।

পিসি সুইট ছাড়া কিভাবে ডায়াল আপ কানেকশন তৈরি করে মোবাইল থেকে পিসিতে ইন্টারনেট ব্যবহার করবেন

হেলো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার সালাম। অন্যদের শুভেচ্ছা। আজকে ডায়াল আপ নিয়ে একটু আলোচনা করবো। যারা জানেন তারা তো জানেন, তবে যারা জানেন না তাদের জন্য। আজকে দেখাবো কি করে কিভাবে ডায়াল আপ কানেকশন তৈরি করে মোবাইল থেকে পিসিতে ইন্টারনেট ব্যবহার করবেন ।কারন অনেকে এটা না জানার কারনে পিসি সুইট নিয়ে টানাটানি করতে হয়। কিন্তু আপনি যদি এভাবে কানেকশন তৈরি করতে পারেন তাহলে আর পিসি সুইট ইন্সটল দিতে হবে সামান্য একটু কাজ করেই সহজেই মোবাইল থেকে পিসিতে নেট সংযোগ দিতে পারেন।
তাহলে কাজের কথায় আসি। প্রথমে আপনার পিসির কন্ট্রোল প্যানেল এ যান ঐ খান থেকে Network and Sharing center সিলেক্ট করে নিছের ছবির মতো ক্লিক করুন।

এখন বুঝার সুবিধার জন্য স্ক্রীন শট দিলাম। নিছে ছবি গুলো অনুসরন করুন।






এখন নিছের ছবি থেকে আপনি যদি মোবাইল থেকে নেট কানেক্ট করেন তাহলে Dial-Up select করুন এবং আপনার নেট যদি Broad band হয় তাহলে উপরের টা সিলেক্ট করুন।




এখন নিছের ছবির দিকে একটু খেয়াল করুন। এখানে আপনার কিছু কাজ করতে হবে। এখানে Dial up phone number এর ঘরে নাম্বার লিখতে হবে। আপনি যে অপারেটর এর কানেকশন ব্যবহার করেন সেটার ডায়েল আপ নাম্বার লিখতে হবে। যেমন জিপি এর জন্য *৯৯# , বাংলালিংক এর জন্য *৯৯***১# বাকি গুলো আমার জানা নাই। আপনার নিজ দায়িত্তে সংগ্রহ করে নিবেন।
এখন আশা যাক connection name এ। এখানে আপনি যেকোনো নাম দিতে পারেন বা অপারেটর এর নাম দিতে পারেন। যেমন আমি এখানে gpinternet দিয়েছি কারন এখানে জিপি এর ডায়াল নাম্বার ব্যবহার করেছি।
বাকি ঘর গুলো যেমন আছে ওইরকম রেখে দিবেন কোন কিছু লেখার দরকার নাই।

এখন সব কাজ ঠিক হলে connect এ ক্লিক করলে নিছের মতো উইন্ডো ওপেন হবে এবং নেট কানেক্ট হবে।


এরপর সুধু কানেক্ট এ ক্লিক করলে নেট কানেক্ট হবে। এখন আপনি এই কনেকশন এর একটা শর্টকাট ডেক্সটপ এ রাখতে চান তাহলে
Control Panel> Network and Internet> Network Connections এ গিয়ে আপনি জেটার শর্টকাট তৈরি করতে চান সেটার উপর রাইট ক্লিক করে ডেক্সটপ শর্টকাট তৈরি করুন।
ও একটা কথা বলতে ভুলে গিয়াছিলাম সেটা হল যে মোবাইল দিয়ে নেট কানেক্ট করবেন সেট অবশ্যই মডেম সাপোর্ট ও ব্লুটুথ থাকতে হবে এবং আপনার পিসির ও ব্লুটুথ থাকতে হবে এবং এদের মধ্যে আগেই pair and Authorize করে রাখতে হবে।
আমার ছোট জ্ঞানে যা জেনেছি তাই লিখেছি। যদি কোন ভুল হয় তাহলে জানাবেন।

পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছিল অ্যানিটেক এ। পারলে একবার ঘুরে আসবেন। আশা করি ভালো লাগবে।