Sunday, October 19, 2014

নিজেই বানিয়ে ফেলুন আপনার Computer এর Control Panel!!!

আবারও অনেক দিন পর একটা Tune করছি। আশা করি সবাই ভাল আছেন।
আমার আজকের টিউন টা Computer বিষয়ে। Computer এ প্রায় সময়ই যেকোনো Setting Change করতে হয়। অনেক সময় হারিয়েও ফেলি যে কোন Setting কোন জায়গায় আছে!কেমন হয় যদি Computer এর সকল Setting এক Folder এ পেয়ে যায়। সেটা কম খারাপ হবে না হয়তো :lol: হ্যাঁ আজ আমি সেটাই দেখাবো। এখানে আপনি আপনার Computer এর সমস্ত Setting একসাথে পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে পদ্ধতি টা দেখে নিন.....................একেবারে Simple একটা কাজ। প্রথমে Desktop এ একটা Folder তৈরি করুন। এবার সেটা Rename করে

Settings.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

এটা হুবহু Copy করে বসিয়ে দিয়ে Enter চাপুন।এবার দেখুন Settings নামে একটা ফোল্ডার হয়েছে Control panel এর Icon দিয়ে।এবার এটা ওপেন করে দেখেন আপনি কি করলেন আর কি হল!!!!

Settings.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

বিঃদ্রঃ-উপরের লেখা টুকু সব  copy করতে হবে!!!!
Facebook এ আমি

0 comments:

Post a Comment