Thursday, September 11, 2014

একসাথে কুরআনের তিনটি অনুবাদ ও সার্চ দেয়ার অপশন

মহাগ্রন্থ আল-কুরআন পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক। আল-কুরআন এর আলোক জীবন গড়তে কুরআন বুঝার বিকল্প নেই। আমরা বাংলা ভাষী হিসেবে কুরআন বুঝতে বিভিন্ন অনুবাদ পড়ে থাকি।
বাজারে কুরআনের বিভিন্ন অনুবাদ থাকলেও অনলাইনে তেমন বেশী নেই। বাংলাভাষায় শুধুমাত্র দুটি অনুবাদ চোখে পড়ে। একটি মাওলানা মুহীউদ্দীনের অনুবাদ ও একটি জহরুল ইসলামের অনুবাদ।
এছাড়াও অন্য অনুবাদগুলো অনলাইনে নেই। তাছাড়া আয়াত ভিত্তিক সার্চে অপশন কম। সেই সাথে অনুবাদ সিলেক্ট করারও অপশন নেই।
অনলাইনে কুরআনের শব্দগুলো সার্চ অপশনও না থাকায় আমরা সমস্যায় পড়ি। এই সমস্যার কথা বিবেচেনা করেই waytojannah.com টীম নিয়ে এসেছে এই প্রথম তিনটি অনুবাদ যুক্ত অনলাইন কুরআন। যাতে যুক্ত করেছে বিভিন্ন সুযোগ সুবিধা।
খুব শীঘ্রই এটা অফলাইনে ডেস্কটপ সফটওয়্যার ও অ্যানড্রয়েড অ্যাপস হিসেবে আসবে। সেই সাথে তাফসীর যুক্ত করা হবে ইনশাআল্লাহ।
তিনটি অনুবাদ হলো :
১. ড. মুজীবুর রহমান ( তাফসীর ইবনে কাসীরের প্রথম অনুবাদক,এই অনুবাদ দারুস সালাম প্রকাশ করেছে)
২. মাওলানা মুহীউদ্দিন খান
৩. বায়ান ফাউন্ডেশনের অনুবাদ
কুরআনের তিনটি অনুবাদ দেখতে ক্লিক করুন।
এই অনুবাদগুলোতে যেসব সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে সেগুলো অন্যতম হলো :
এই ওয়েবসাইটে আপনি যা যা পাবেন...
১। পবিত্র কোরআনের তিনজন অনুবাদকের অনুবাদ।
২। যেকোন অনুবাদে পৃথকভাবে অথবা একইসাথে সার্চ অপশন।
৩। সূরা ও আয়াত নাম্বার দিয়ে সেই আয়াত সার্চ অপশন।
৪। সমগ্র কুরআনে সার্চ (আরবি এবং বাংলা উভয় ভাষায়।)
৫। যেকোন সূরা পড়তে পারবেন (পৃথকভাবে অনুবাদক পছন্দ করতে পারবেন) ।
৬। নির্দিষ্ট সূরায় গমন করে ঐ সূরার মাঝে সার্চ করতে পারবেন।
৭। কোন অনুবাদে টীকা থাকলে তা অনুবাদের সাথে পাবেন।
৮। মোবাইলে দেখলে ভালমতো খেয়াল করুন একটা প্লাস (যোগ) চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করে বাকি অপশন পাবেন।
পরবর্তীতে আমরা আরও বেশ কিছু অপশন ( যেমন অন্যান্য অনুবাদকের অনুবাদ এবং আয়াতের ব্যাখ্যা সংযোজনের চেষ্টা করব ইন-শা-আল্লাহ। এতবড় প্রোজেক্ট খুব অল্প সময়ে করতে গিয়ে কিছু অনিচ্ছাকৃত ভুল থেকে যেতে পারে। আমাদের ভুলগুলো আমাদের ফেসবুক ফ্যান পেজে অথবা মেইলে (pureislam4u@gmail.com) মেসেজ করে জানাবেন প্লিজ। সবশেষে আমরা আপনাদের সকলের কাছে দুয়াপ্রার্থী। আমাদের জন্য মহান আল্লাহর দরবারে খালেস হৃদয়ে দুয়া করবেন...
বিশেষ দ্রষ্টব্য:
কোন এক্সপার্ট যদি আগ্রহী হোন তাহলে এটা আমরা সফটওয়্যার আকারে প্রকাশ করতে চাই। আপনাদের মধ্যে কেউ আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

0 comments:

Post a Comment